ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মেলায় আমিনুল ইসলামের ‘তোতা কাহিনী’

২০১৯ ফেব্রুয়ারি ১৮ ১৫:৫৭:৩৩
মেলায় আমিনুল ইসলামের ‘তোতা কাহিনী’

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : শিশুদের জন্য বইমেলায় প্রকাশনা সংস্থা সূচীপত্র নিয়ে এলো সাহিত্যিক ও সাহিত্য সাংবাদিক আমিনুল ইসলাম মামুন-এর গল্পের বই ‘তোতা কাহিনী’।

মজার ও শিক্ষণীয় এ গল্পের বইয়ের প্রতিটি পৃষ্ঠা চার রংয়ে ছাপা। বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী সোহাগ পারভেজ। বইটি সকলের ভালো লাগার মতো। বইমেলার ১৯০-১৯২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

শিশুদের জন্য ইতোপূর্বে প্রকাশিত লেখকের বইগুলোর মধ্যে রয়েছে- দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪), কানামাছি (ছড়া-২০০৭), তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪), পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫), ছড়ায় ছড়ায় বর্ণমালা (ছড়া-২০১৬), ঘুড়ির মাঠে আয় রে সবে (ছড়া-২০১৬), ঝুমঝুম রেলগাড়ি (ছড়া-২০১৬), বিড়াল ও তেলাপোকা (শিশুতোষ গল্প-২০১৭), রহস্যময় পেন্সিল (শিশুতোষ গল্প-২০১৮) প্রভৃতি।

তোতা কাহিনী নামক বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা মাত্র।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)