ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

উপজেলা নির্বাচন

রানীশংকৈলে আ.লীগসহ তিন প্রার্থীর মনোনয়ন দাখিল

২০১৯ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫৫:৫৬
রানীশংকৈলে আ.লীগসহ তিন প্রার্থীর মনোনয়ন দাখিল

রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলায় তিনজন উপজেলা চেয়ারমান ভাইসচেয়ারমান পুরুষ পাচজন ও তিনজন নারী মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে বিকেল গতকাল সোমবার ৪টা ৩০মিনিটে নিশ্চিত করেছেন উপজেলা নিবার্চন অফিসার আঁখি সরকার।

ঘোষিত তফশিল অনুযায়ী সোমবার ছিলো প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এদিন দুপুর ২টার দিকে আ’লীগ মনোনীত উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক বিপুল সংখ্যাক নেতাকর্মি নিয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন। এর পরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক-সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার বিপুল পরিমাণ নেতা কর্মি সর্মথকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। আরেকজন স্বতন্ত্র প্রার্থী চাষী এনামুল হক ঠাকুরগাও জেলা নির্বাচন অফিসে তার মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা গেছে। তবে চারজন প্রার্থী মনোনয়ন পত্র নিলেও জমা দিয়েছে তিনজন।

উপজেলা নির্বাচন অফিসার আখি সরকার জানান ৭জন পুরুষ তিন জন নারী ভাইসচেয়ারম্যান মনোনয়ন ফরম নিলেও পাচজন পুরুষ প্রার্থী ও তিনজন নারী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা পৌর শ্রমিক লীগ সম্পাদক রুস্তম আলী দিগেন্দ্র নাথ আ’লীগ নেতা প্রধান শিক্ষক বাবর আলী ও তোফাজ্বল হোসেন। নারী প্রার্থীরা হলেন আ’লীগ নেত্রী বর্তমান ভাইসচেয়ারম্যান মাহফুজা বেগম উপজেলা মহিলা আ’লীগের সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ওয়ার্কাস পার্টির নেত্রী শেফালী বেগম।

(কেএএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)