ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজারহাটে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

২০১৯ ফেব্রুয়ারি ১৮ ১৮:২৫:৫৫
রাজারহাটে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ইউনিয়ন সমাজের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানব বন্ধন করেছে ওই এলাকার ইউনিয়ন ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন সমাজের সদস্যরা। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে প্রতিপাদ্য বিষয় ছিল সকল হাত এক করি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি।

এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আব্বাস আলী, সুশিল চন্দ্র, ভবেন চন্দ্র , শাহালম, মো. রাজু মিয়া, মোখলেসুর রহমান, প্রদীপ চন্দ্র, সফিকুল ইসলাম প্রমূখ। এর আগে চাকিরপশার ইউনিয়নের ৯টি পল্লী সমাজের সদস্যদের নিয়ে একটি ইউনিয়ন সমাজ পূনঃগঠিত হয়েছে। এতে সকলের সম্মতিক্রমে মোছাঃ জহুরা বেগমকে সভাপতি ও শ্রীমতি বিন্দু রানী দাসকে সাধারণ সম্পাদক করে ১৮সদস্য বিশিষ্ট একটি ইউনিয়ন সমাজ গঠন করা হয়।

(পিএমএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)