ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কেন্দুয়া উপজেলা চেয়াম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় জয়ের পথে নূরুল ইসলাম

২০১৯ ফেব্রুয়ারি ১৮ ২৩:৪৪:১৬
কেন্দুয়া উপজেলা চেয়াম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় জয়ের পথে নূরুল ইসলাম

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় জয়ের পথে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: নূরুল ইসলাম।

কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মো: কামরুল হাসান ভূঞা আওয়ামীলীগের বর্ধিতসভায় চেয়ারম্যান পদে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় জয়ের বিষয়টি প্রায় নিশ্চিত। গত ১ ফেব্রুয়ারী তৃণমূল থেকে স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থিতিতে কেন্দ্রে ৩ জনের নাম পাঠানো হয়েছিল।

এর মধ্যে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম মো: জাহাঙ্গীর চৌধুরী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম। পরে নাগরিক ঐক্যের সিদ্ধান্ত নিয়ে কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি মো: কামরুল হাসান ভূঞা ১১ ফেব্রুয়ারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে আওয়অমীলীগ মনোনীত প্রার্থী মো: নূরুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের সহযোগিতা চাইলে তিনি দলের বর্ধিত সভায় সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে কামরুল হাসান ভূঞা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, স্থানীয় এম.পি অসীম কুমার উকিলের পরামর্শে দলের শৃঙ্খলা ও ঐক্যের স্বার্থে তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছি। প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেয়ায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: নূরুল ইসলাম সহ দলের সকল নেতাকর্মী তাকে স্বাগত জানায়।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৯)