ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
ফিরোজ খান’র ছড়া
২০১৯ মার্চ ০৪ ১৫:১৯:৪৪.jpg)
অগ্নিঝরা মার্চ
অগ্নিঝরা মার্চে ছিল
স্বাধীনতার ডাক
করতে স্বাধীন প্রাণ দিয়েছে
শহীদ ত্রিশ লাখ।
-
দেশের জন্য দেশ বাঁচাতে
লড়াই করেছে দেশ সৈনিক
যার কারণে পেয়েছি সবাই
সুফলা সুন্দর দেশ মানিক।
-
আমরা শক্তি আমরা ভক্ত
সোনার বাংলা গড়তে
জীবন দিয়ে লড়াই করেছে
অগ্নিঝরা মার্চে।