ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » প্রবাসের চিঠি » বিস্তারিত

স্পেন আ.লীগের ৭ মার্চের ভাষণ শীর্ষক আলোচনা সভা

২০১৯ মার্চ ১২ ১৬:১৪:৩৩
স্পেন আ.লীগের ৭ মার্চের ভাষণ শীর্ষক আলোচনা সভা

কবির আল মাহমুদ, স্পেন : স্পেনের রাজধানী মাদ্রিদে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগে স্পেন শাখার উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল সাফা। যৌথ ভাবে পরিচালনা করেন যুগ্ম সাধারন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও মোঃ হাসান।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সর্ব ইউরোপিয়ান শাখার সাধারন সম্পাদক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বক্তব্য দেন স্পেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিজভী আলম। বক্তব্য দেন স্পেন আওয়ামীলীগের সহ সভাপতি শেখ মোহাম্মদ ইসলাম, আক্তারুজ্জামান, মাহবুবুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক এফ এম ফারুক পাভেল, বাবু তাপস দেব নাথ, এম আই আমীন, সাংগঠনিক সম্পাদক সায়েম সরকার, রুবেল খান, জালাল হোসাইন, অভিবাসন সম্পাদক এডভোকেট তারেক হোসাইন, দপ্তর সম্পাদক লিমন বড়ূয়া, যুবলীগ নেতা সাইফুল আলম সোহাগ, আলম সবুজ, আওয়ামীলীগ নেতা সবুজ মোল্লা, ইকবাল খান, ফতেহ , আলামিন, মনির হোসেন প্রমুখ।

টেলিকনফারেন্সে মুজিবুর রহমান বলেন, ‘১৯৭১ সালের এই দিন জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ইতিহাসের অনন্য ভাষণটি দেন। মাত্র ১৯ মিনিটের ওই ভাষণে তিনি গোটা বাঙালির প্রাণের সমস্ত আকুতি ঢেলে দেন। তা ছিল অধিকারবঞ্চিত বাঙালির আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের উচ্চারণে সমৃদ্ধ। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ৭ মার্চ এক সমুজ্জ্বল মাইলফলক। আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই রাজনীতির অমর কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’

রিজভী আলম বলেন, ‘আমাদের জীবনে ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। এদিন বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ওই দিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি দল–মত-ধর্ম–বর্ণনির্বিশেষে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।’

তিনি বলেন, সেদিন ২৩ বছরের পাকিস্তানিদের অত্যাচার-নিপীড়ন আর সীমাহীন বঞ্চনা থেকে মুক্তির জয়বার্তাই কেবল বঙ্গবন্ধু ঘোষণা করেননি, বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির রূপরেখাও রয়েছে তাঁর ওই ভাষণে।

সভাপতির বক্তব্যে দুলাল সাফা বলেন, ২৩ বছরের পাকিস্তানি শোষণ-নিপীড়ন-নিষ্পেষণের জিঞ্জির ভাঙতে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ উজ্জীবিত করেছিল বাঙালিদের।

(কেএএম/এসপি/মার্চ ১২, ২০১৯)