ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

স্পেন দল থেকে বাদ ইস্কো, আট নতুন মুখ

২০১৯ মার্চ ১৬ ১৫:০৬:৩৪
স্পেন দল থেকে বাদ ইস্কো, আট নতুন মুখ

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকে ইউরো-২০২০'র বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস এনরিকে। তার দলে নেই রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ইস্কো অ্যালার্কন।

তুলনামূলক দুর্বল দুই প্রতিপক্ষ নরওয়ে এবং মাল্টার বিপক্ষে তারুণ্যনির্ভর দলই ঘোষণা করেছেন এনরিকে। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ৮ জন। সবশেষ ম্যাচের দল থেকে বাদ পড়েছেন ইস্কো এবং সাউল নিগুয়েজ।

প্রথমবারের মত সুযোগ পাওয়া ৮ জন হলেন তিন ডিফেন্ডার হুয়ান বেরনাট, সার্জি গোমেজ ও হেসুস নাভাস, তিন মিডফিল্ডার ফাবিয়ান রুইজ, সার্জিও স্যানালেস ও দানি পারেজো এবং দুই ফরোয়ার্ড ইকার মুনিয়ান ও জ্যামি মাতা।

আগামী ২৪ মার্চ ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে খেলতে নামবে স্পেন। দিন তিনেক পর মাল্টার মাঠে খেলতে যাবে এনরিকের শিষ্যরা।

ইউরো বাছাইপর্বের জন্য স্পেন স্কোয়াড

গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, পাউ লোপেজ

ডিফেন্ডার: হোসে গায়া, জর্দি আলবা, হুয়ান বেরনাট, মারিও হারমোসো, ইনিগো মার্টিনেজ, সার্জিও রামোস, সার্জি গোমেজ, হেসুস নাভাস, সার্জিও রবার্তো।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি হার্নান্দেজ, দানি সেবায়োস, ফাবিয়ান রুইজ, সার্জিও স্যানালেস, দানি পারেজো।

ফরোয়ার্ড : আলভারো মোরাতা, রদ্রিগো মরেনো, মার্কো অ্যাসেনসিও, ইকার মুনিয়ান ও জ্যামি মাতা।

(ওএস/এসপি/মার্চ ১৬, ২০১৯)