ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মৌলভীবাজারে নৌকা-২, সতন্ত্র-৪!

২০১৯ মার্চ ১৮ ২১:২৪:৩৩
মৌলভীবাজারে নৌকা-২, সতন্ত্র-৪!

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ২য় ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে ৩টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং ১টিতে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন শ্রীমঙ্গল উপজেলায় নৌকা প্রতীকে বিজয়ী বর্তমান চেয়ারম্যান শ্রী রনধীর কুমার দেব, কমলগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। স্বতন্ত্র প্রার্থীরা হলেন রাজনগর উপজেলায় মো. শাহজাহান খান, কুলাউড়া উপজেলায় এ কে এম শফি আহমদ সলমান, জুড়ী উপজেলায় এম এ মুয়িদ ফারুক, বড়লেখা উপজেলায় মোঃ সোয়েব আহমদ। এদিকে সদর উপজেলায় নৌকার প্রার্থী মোঃ কামাল হোসেন অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় আগেই নির্বাচিত হন।

এদিকে সকাল থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মৌলভীবাজারে ভোটগ্রহণ শুরু হয়। সর্বশেষ ভোট গননা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাজনগর উপজেলায় নানা অভিযোগে নৌকার প্রার্থী আছকির খান দুপুরের দিকে ভোট বর্জন করেছেন বলে জানা গেছে।

মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১২,৯৬,৬৭১জন। পুরুষ ৬,৫১,৭৯৫ এবং নারী ৬,৪৪,৮৭৬জন। ভোট কেন্দ্র ৫১৯টি। প্রায় ৫ হাজার কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কাজ করছে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী।

৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ২১জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৩৫জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(একে/এসপি/মার্চ ১৮, ২০১৯)