ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

সমরেন্দ্র বিশ্বশর্মার কবিতা

২০১৯ মার্চ ১৯ ২৩:৩০:৩৯
সমরেন্দ্র বিশ্বশর্মার কবিতা







হে প্রিয় স্বাধীনতা

স্বাধীনতা তুমি রক্তে কেনা একটি ইতিহাসের নাম
স্বাধীনতা তুমি এসেছো ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চ কাঁপিয়ে
পলাশীর আ¤্র কানন থেকে
বিশ্ব কবি রবি ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
বিদ্রোহী কবি নজরুলের কারার ওই লৌহ কপাট গানের ছন্দ থেকে।

স্বাধীনতা তুমি এসেছ, রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে
বায়ান্নর সেই ভাষা আন্দোলনের রাজপথের মিছিল থেকে,
স্বাধীনতা তুমি বীর বেশে এসেছ ছিষট্টির ৬ দফা
ঊনসত্তুরের গণঅদ্ভোত্থান, সত্তরের সাধারন নির্বাচন
১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক রেসকোর্স ময়দানের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্জ কন্ঠের ভাষন থেকে।

স্বাধীনতা তুমি এসেছো, মহান মুক্তিযুদ্ধের শহীদের লাল রক্তে ভিজে
সুজলা, সুফলা, শস্য, শ্যামলা বাংলার দূর্বা ঘাসের শিশির ভেঁজা রোদ ছুঁয়ে।
স্বাধীনতা এসেছো মুক্তিযুদ্ধের কামানের গর্জনের মধ্য দিয়ে
হরিদাসির সিঁথির সিঁদুর মুছে ফেলে
এসেছো তুমি লক্ষ মায়ের বুক শূন্য করে
মা হারানো, বাবা হারানো, ভাই হারানো, বোন হারানো ও স্বজন হারানো
লাখো কন্ঠের আর্তচিৎকার ভেদ করে
এসেছো তুমি স্বাধীনতা, হে আমার প্রিয় স্বাধীনতা।

আজ তুমি কেমন স্বাধীনতা?
তুমি ভালো থেকো অনন্তকাল ধরে,তবে দূর থেকে অনেক দূরে থেকো
পাকিস্তানের সেই দালাল দোসরদের আঙ্গিনা থেকে
যারা প্রতিনিয়তই তোমাকে সা¤্রদায়িকতার বুলি দিয়ে
আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করতে চায় তাদের কাছ থেকে
বহু দূর থেকো স্বাধীনতা হে আমার প্রিয় স্বাধীনতা।