ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
সমরেন্দ্র বিশ্বশর্মার ছড়া
২০১৯ মার্চ ২৪ ২৩:০৭:৫২.jpg)
এসো বই পড়ি
কেন্দুয়ার, স্বাধীনতা বই মেলা
অপু উকিল করেননি হেলা
মেলা শুরুর দুই বছর
যতীন আসবেন নিজের ঘর।
এসো, সবাই বই পড়ি
মাদক ছাড়ি, কলম ধরি
বাল্য বিয়ে নির্মূল করি
শিশুর সুন্দর জীবন গড়ি।
আজ, যাঁরা নতুন লিখেন
তাঁরাই একদিন কবি
মুক্তিযুদ্ধের এই বাংলাদেশের
হৃদয়ে আঁকি ছবি।