ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

রফিকুল ইসলাম রাইসুলের তিনটি কবিতা

২০১৯ এপ্রিল ১৫ ১৫:৩২:২২
রফিকুল ইসলাম রাইসুলের তিনটি কবিতা







তমসাবৃত মন

আজ আকাশে চাঁদ নেই
তবুও হাসছে অন্ধকার,
আজ আকাশে চাঁদ নেই
তবুও ভাসছে একাকিত্বের আধার।
আজ বুঝি তার মন খারাপ?
মন খারাপের বেলায়
এনে দেই তবে চাঁদ,
চাঁদের কিরনে হাসবে সে
রটিয়ে দেই অপেক্ষার প্রভাত।

সে যদি ডাকে আমায়
তার কন্ঠে বেজায় অভিমান,
আমি তবুও আড়াল পানে
যাই লুকিয়ে অবেলায়।
বাড়িয়ে দিতে তার অভিমান।
না হয় মন খারাপে তার
ভাঙ্গিয়ে দেবো মান।

আজ বেজায় বৃষ্টি আসুক
ধুলোর পথ শান্ত হোক,
বাতাস ছুঁয়ে যাক হেমন্তের মত
তবে তার মন খারাপ থাকুক।
আমি আসব তার ভাঙ্গাতে মান
আমিও পারি দেখাতে অভিমান।
আজ বুঝি তার মন খারাপ?

আজ আকাঁশে চাঁদ নেই
সন্ধা এলেই সাজঘরে সে,
তার আলোক চিত্র মেঘলা মনে
আধার নামিয়ে আনে।
আজ বুঝি তার ভিষণ্ণতায়
আটকে গেছে চারপাশ,
আজ কি তার বেজায় মন খারাপ।
আজ এই মন খারাপের বেলায়
ভাঙ্গিয়ে দেবো তার অভিমান,
একটু মন খারাপের বেলাতে
অনেক আবেগের টান।

তুমি বিকেলের স্নিগ্ধ ছায়া

এমন অভিমান করে
মুখে লাল আভা এনো না,
তোমার স্ফুরিত বুকের স্পন্দনে
হাহাকার তুলো না।

তোমার ঠোঁটের রেখায় দেখি
বিদ্যুৎ রেখার ঝলক।

আমি তোমাকে ছুঁয়েছিলাম,
ক্ষণিক সুখকে জীবন পর্যন্ত
টেনে নিতে তোমার চোখে চোখ রেখে
ভালোবাসার ঝর্ণা ধারায়
তোমাকে সূর্য স্নান করাবো বলে।

তুমি সূর্যের প্রথম কিরণ,
আলো ঝলমল সকাল,
বিকেলের স্নিগ্ধ ছায়া,
সন্ধ্যার আবিরে মায়ার বন্ধন।

তুমি থমথমে রাতের নিথর স্বপ্নের জোরালো প্রতীক,
তুমি মাঝরাতের ভাঙা ঘুমের ভয়ঙ্কর আকস্মিকতার প্রতিচ্ছবি,
তুমি জীবন-চলার বড্ড এক স্বপ্নবতী।


অনিদ্রা

সহস্রাব্দের নিষ্ঠুরতা,
আমাকে অনুক্ষণ ক্ষত-বিক্ষত করে,
আমি ঘুমুতে পারি না।
আমার দুটো শ্রান্ত আঁখি
তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে,
মুহূর্তেই বীভৎস স্বপ্ন দেখে আঁতকে উঠি,
আমি ঘুমুতে পারি না।
মানুষ তো আমি !

কে বলবে এই কথা মিথ্যে ?
জেগে জেগে কত যে স্বপ্ন দেখি প্রতিদিন !
দেখি আর ভেঙে যায়,
ভেঙে যায় আবার শুরু করি।
স্বপ্নের এই ভাঙা-গড়াতেই দিন চলে যায়,
আমি ঘুমুতে পারি না।

প্রতিরাতে নিজের মৃতদেহ
সৎকার করতে করতে ভোর হয়ে আসে,
আবার আমি জন্ম নিই!
তোমাকে পাওয়ার জন্য।
ভোরের আলোয় স্বপ্ন ভাসে,
অলকনন্দার বিদীর্ণ কুজ্ঝটিকায়
তুমি ফিরে এসো আরক্তিমায়।
আমি নিমিত্তে তোমার স্বপ্নে বিভোর,
উদ্ভূত উন্মীলনে তোমার মহিমময় দৃশ্যে আমি তেজস্ক্রিয় সর্বাঙ্গীণে।
তুমি বেঁচে থাকো হৃদয় আলিঙ্গণে।

লেখক : কবি ও ছাত্রনেতা, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, বাংলা বিভাগ।