ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই

২০১৯ এপ্রিল ২১ ১৬:৪২:০৫
সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই

স্টাফ রিপোর্টার : প্রবীণ সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই। রোববার থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আংশিক লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে জ্যেষ্ঠ এ সাংবাদিক ও কলামিস্টকে ব্যাংককে পাঠানো হয়।

পারিবারিক সূত্র জানায়, গত ২ এপ্রিল বিকেল ৪টার দিকে সাংবাদিক মাহফুজউল্লাহ ধানমন্ডির গ্রিন রোডে নিজের বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।

প্রসঙ্গত, সাংবাদিক মাহফুজউল্লাহ এ দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজউল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

তিনি সাংবাদিকতা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। সর্বশেষ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে নিয়োজিত ছিলেন।

(ওএস/এসপি/এপ্রিল ২১, ২০১৯)