ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

দীপক চন্দ্র পাল\'র কবিতা

 দীপক চন্দ্র পাল’র কবিতা

২০১৯ এপ্রিল ২২ ১৮:০৫:৪০
 দীপক চন্দ্র পাল’র কবিতা







আসবে তুমি

খর উত্তাপে-প্রকৃতি।
শুভক্ষন এলো,অনেক- দিন পর।
মনের অজান্তেই স্মরনে এলো,তুমিও আসবে আজ।
সারা বছর ধরে তুমি নিরবে নিসঙ্গতায় ডুবে ছিলে-পুরাতনকে নিয়ে-
কত ভাবনার ফুল গেছে ঝড়ে। মাড়িয়ে গিয়েছো চলে দুরে বহু দুরে-
এই-নবান্নের উৎসবে আসবে তুমি জানি হায়-
তবুও,পুরাতন সব কাজের হিসেব দিবে বলে।
নব রূপে হিসেব রেখোছো কষে
মিলাও নি কোনো ভুল হলো কি?
আসন্ন সুখের পরশ মাখা দিবসের এই অপেক্ষায়-
আসবে কাছে-
আজ এই বৈশাখের নব উৎসবে-।
কবে কখন করেছিলে ভুল
কৃঞ্চ চুড়ার রক্ত রাঙ্গা প্রভাতে,সাজিয়ে নাও নতুুন করে।
বাংলার বারো মাস পেড়িয়ে-বার ফিরে আসে-
বৈশাখ থেকে চৈত্রের শেষে।
বাংলার বাঙালীর উৎসব মুখরতায় নব পত্র-পল্লব
ভেসে উঠে ভেজা দূর্বা ঘাসে সোনালী আলো
বৈশাখ হে বৈশাখ।