ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত

দীপক চক্রবর্তী’র ছড়া 

২০১৯ মে ০৮ ১২:২১:০২
দীপক চক্রবর্তী’র ছড়া 







রোজার বাজার

ঝালের ঝাঁঝে চক্ষু জ্বলে
পিঁয়াজেরও বাড়ছে ঝাঁঝ,
রোজার মাসে হাটে গেলে
মাথায় যেনো পড়ে বাঁজ !

বেগুনেতে-ও আগুন জ্বলে
আদায় আরো বেশী ঝাল,
রমজানের-ই মাস এলে ভাই
নিত্য পন্যের এমন হাল !

আলুর দামটা যেমন-তেমন
মসলার দামও যায় বেড়ে,
মাছ বাজারে যায়না ঢুকা
দুধের কেজি ‘শ ছেড়ে।

রমজানের-ই মাস এলে ভাই
নিত্য পন্যের এমন হাল,
সিন্ডিকেটের বেড়া জালে
থাকতে হবে কত কাল ?