ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

এবারও পরীক্ষা নেবে শীর্ষ তিন কলেজ

২০১৯ মে ০৮ ১৮:০৯:১৪
এবারও পরীক্ষা নেবে শীর্ষ তিন কলেজ

স্টাফ রিপোর্টার : ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ১২ মে। তিনটি ধাপে প্রায় দুই মাস জুড়ে চলবে এ ভর্তি কার্যক্রম। এদিকে আদালতের নির্দেশনা থাকায় গত দুই বছরের ন্যায় এবারও রাজধানীর শীর্ষ তিন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পরীক্ষা (লিখিত) দিতে হবে।

ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া রাজধানীর তিন কলেজ হলো- নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ। ইতোমধ্যে নটর ডেম ও হলিক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নটর ডেম কলেজ

রাজধানীর নটর ডেম কলেজ এবারও আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার প্রথম প্রহর থেকে কলেজটি ভর্তি আবেদন নেয়া শুরু হয়েছে। ১৩ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে এ আবেদন নেওয়া হবে। তবে ১৪ মে দুপুর ১২টা পর্যন্ত বিকাশের মাধ্যমে টাকা জমা দেয়া যাবে।

দুটি ওয়েবসাইট ( http://ndc.mbilladmission.com, www.notredamecollege-dhaka.com) থেকে আবেদন করা যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভর্তি আবেদন বাবদ ২৬০ টাকা নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ-৫, মানবিকে জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

এছাড়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষায় যেতে চাইলে বিজ্ঞান থেকে জিপিএ-৪.৫ এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যেতে চাইলে জিপিএ-৩.৫ পেতে হবে। প্রতিষ্ঠানটি এবার বিজ্ঞানে ২০৮০ জন, মানবিকে ৪০০ এবং ব্যবসায় শিক্ষায় ৭৫০ জন শিক্ষার্থীর ভর্তি নেবে। আগামী ১৬ মে জাতীয় পত্রিকায় প্রকাশিত আবেদনের আইডি নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষার সময় ও কক্ষ নম্বর প্রকাশ করা হবে। ১৭ মে (শুক্রবার) এ ভর্তি (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হলিক্রস কলেজ

হলিক্রস কলেজ গতকাল (মঙ্গলবার) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ থেকে ১২ মে পর্যন্ত কলেজ থেকে আবেদন ফরম কিনে ১০ থেকে ১২ মের মধ্যে তা জমা দিতে হবে। আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

১৭ মে (শুক্রবার) বিজ্ঞান বিভাগ, ১৯ মে (রবিবার) বাণিজ্য ও মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ মে পরীক্ষার ফল প্রকাশের পর ওইদিন এবং পরদিন ২৭ মে ভর্তি হতে হবে। এ বছর বিজ্ঞানে ৭৫০ জন, বিজনেস স্টাডিজে ২৮০ এবং মানবিকে ২৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

সেন্ট জোসেফ

রাজধানীর সেন্ট জোসেফ কলেজে আগামী ১৯ মে (রবিবার) থেকে ভর্তি আবেদন ফরম বিতরণ শুরু করার কথা রয়েছে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আবেদন ফরম বিতরণ চলবে ২৫ মে পর্যন্ত। পরবর্তী এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ করা হবে।

সূত্রে জানা গেছে, সেন্ট জোসেফে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বাংলা ভার্ষণে জিপিএ-৫, বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্ষণে জিপিএ ৪.৮০ পয়েন্ট থাকতে হবে। এছাড়াও বাণিজ্য বিভাগে বাংলা ভার্ষণের জন্য জিপিএ-৪ ও ইংরেজি ভার্ষণে জিপিএ-৩ চাওয়া হতে পারে। লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তির আবেদন ফরমের দাম এ বছর ২০০ টাকা নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।

(ওএস/এসপি/মে ০৮, ২০১৯)