ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

মাহে রমজানেও দর্শক হৃদয়ে ‘সংশোধন’

২০১৯ মে ১৫ ১৩:১২:০৬
মাহে রমজানেও দর্শক হৃদয়ে ‘সংশোধন’

বিনোদন প্রতিবেদক : মাহে রমজান ও চলচ্চিত্র দুইটি বিষয়কে যখন একসাথে দেখা যায় তখন ধর্মপ্রাণ মুসলমানদের একটু বিতর্ক আসতেই পারে।কিন্তু না, উল্টো ধর্মপ্রাণ মুসলমানদের মনেও ব্যাপক জায়গা করে নিয়েছে রাসেল মিয়ার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র সংশোধন পর্ব ১০৪ ও ১০৫ রমজানের সময় সাময়িক বাস্তব চিত্র নিয়ে নির্মিত এই চলচ্চিত্র প্রশংসিত আজ দর্শক মহলে, ভিবিন্ন ফেসবুক,ফেসবুক পেইজে ভিউয়ারে কোটির উপরে ছাড়িয়ে গিয়েছে।

এই চলচ্চিত্র, নির্মাতা ও অভিনেতা রাসেল মিয়া বলেন এখন পর্যন্ত আমার মোট ১০৬টি বিষয়ের উপর ১০৬টি সংশোধন পর্ব রয়েছে, এরি মধ্য পবিত্র মাহেরমজান এর ২টি পর্ব দর্শক মহলে বেশ প্রশংসনীয়তা পেয়েছে এতে আমি বেশ আনন্দিত।

আসলে সত্যিকার অর্থে এ চলচ্চিত্র গুলো আমি সামাজিক অবক্ষয় রোধের লক্ষে তৈরি করেছি, তাই এই চলচ্চিত্র দিয়ে আমি ইউটিউবে কোন বানিজ্যও করি না, এই চলচ্চিত্র গুলো সকলের জন্যই উন্মুক্ত,আমি সবসময়ই আমার দর্শকদের ফেসবুকে/ফেসবুক পেইজে এই সংশোধন চলচ্চিত্র গুলো প্রচার করার জন্য অনুরোধ করে থাকি।

(এম/এসপি/মে ১৫, ২০১৯)