ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সান্তাহারে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

২০১৯ মে ১৬ ১৯:১২:৫২
সান্তাহারে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্টেশনের প্লাটফরমে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারন মানববন্ধনে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যাত্রা বিরতির বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক সংসদ আলহাজ কছিম উদ্দিন আহমেদ,যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম চম্পা, শ্রমিক নেতা মকবুল হোসেন জোয়ারদার, আদমদীঘি উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, নওগাঁ একুশে পরিষদের সভাপতি আব্দুল বারী, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুর হক টিকন,পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন,উপজেলা জাপার সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন,সহকারি অধ্যপক মাসুদ,সাবেক কাউন্সিলর আসলাম সিকদার,গোলাম মোস্তফা,বিএনপি নেতা আকরামুল ইসলাম তালুকদার পুটু,পৌর শ্রমিকলীগ নেতা মুক্তারুজ্জামান মুক্তা প্রমূখ।

বক্তারা বলেন যাত্রাবিরতির জন্য ৪দিনের কর্মসূচি নেয়া হয়েছে। প্রথম দিন শুক্রবার গণস্বাক্ষর,শনিবার অবস্থান ঘর্মঘট,রোববার দ্রুতযান আন্ত:নগর ট্রেন অবরোধ,সোমবার সকল ট্রেন অবরোধ কর্মসূচি পালন করা হবে।

(এস/এসপি/মে ১৬, ২০১৯)