ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

সাকিব জামাল’র কবিতা

২০১৯ মে ২১ ১৪:০৪:০৫
সাকিব জামাল’র কবিতা







সম্পর্ক যখন ত্রিভুজ!

উড়ছিলাম আপনমনে, ভীষণ সুখে, তোমার প্রেমে নিশ্চিন্তে, নাটাই রেখে তোমারই হাতে!
অথচ, আকাশে বাতাস বাড়ে, তুমি সুতো ছাড়ো আরও, আরও-
বাড়তে থাকে ভৌগলিক দূরত্ব ।
হঠাৎ বেপরোয়া বাতাস, বেপরোয়া মন,
হয়তো তুমিও হালকা অনুভব করেছিলে আমার প্রয়োজন!
সুতো টানতে পারতে, কিন্তু কাছে ডাকলে না ফের!
প্রকৃতির নিয়ম মেনে অথবা নিয়ম ভেঙে-
আমাকে ভেসে যেতে হয় অন্যবাড়ীর ছাদে,
এখন, অন্যে উড়ায়,উড়ি!
তোমকে আংশিক ভুলেছি, আংশিক রেখেছি মনে,
কালচক্রে আমার- ভিন্নআকাশ, নতুনসাজ, অন্যসময় । মানিয়ে নিতেই হয় ।
তুমিকেন্দ্রিক প্রকাশিত প্রেম তাই শূণ্য এখন!


সম্পর্ক যখন ত্রিভুজ, মুখোশের আড়ালে অতীত লুকানোই স্বাভাবিক ।