ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গাইবান্ধায় সাংবাদিক প্রবীর সিকদারসহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ

২০১৯ মে ২৫ ২৩:১৮:৪৬
গাইবান্ধায় সাংবাদিক প্রবীর সিকদারসহ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি : কারা অভ্যন্তরে পলাশ রায়কে হত্যা, ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মানবাধিকার নেত্রী সুলতানা কামাল ও সাংবাদিক মুনতাসির মামুনকে হত্যার হুমকি ও সাংবাদিক প্রবীর সিকদারের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

এছাড়া প্রিয়া সাহার পৈত্রিক বাড়ীতে অগ্নি সংযোগসহ সারাদেশে অব্যাহত নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং সামাজিক গণমাধ্যমে সাম্প্রদায়িক ও উষ্কানীমূলক মন্তব্যকারীদের গ্রেফতারের দাবি জানান সংগঠনটি।

আজ (শনিবার) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি রনজিৎ বক্সী সূর্য্য, সাধারণ সম্পাদক ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি পরেশ চন্দ্র সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

(এস/এসপি/মে ২৩, ২০১৯)