ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ফিরোজ খান’র কবিতা

২০১৯ জুন ০২ ১৫:১১:৩৫
ফিরোজ খান’র কবিতা







জিন্দা লাশ

জন্ম থেকে অবুঝ থাকে
দিনে দিনে চিনতে পারে,
মা-বাবাকে মেনে চলে
অবুঝ থেকে বুজে ফিরে।
-
স্কুল জীবন শুরু করে
সুখের খোঁজে ধীরে ধীরে,
নিজেকে নিজে আড়াল করে
সুখের জন্য মাকে ছাড়ে।
-
যৌবন নিয়ে হিংসা করে
অন‍্যের উপর জুলুম করে,
মা-বাবাকে ধিক্কার মারে
মানুষ রূপে বেঁচে মরে।
-
অন্ন খোঁজে দ্বারে দ্বারে
অসৎ পথে ইনকাম করে,
জগতটাকে স্বর্গ ভাবে
মৃত্যুর পরে ভয়ে মরে।
-
চিনতে হবে সত্যটাকে
জানতে হবে মাওলাকে,
মরার পরেও বেঁচে রবে
পরপারে সুখে থাকে।