ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

জিএম কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

২০১৯ জুন ০২ ১৫:৩৭:২০
জিএম কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সন।

রবিবার রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সন আসেন। তারা প্রায় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে বন্ধুপ্রতীম যুক্তরাজ্য ও বাংলাদেশে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

এই আলোচনায় ব্রিটিশ হাইকমিশনার জাতীয় পার্টির রাজনৈতিক ঐতিহ্য এবং কল্যাণময় রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জেনেছেন। তিনি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাফল্যও কামনা করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, হাবিবুর রহমান, রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাবেক কূটনীতিক মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল এনালিস্ট ইজাজুর রহমান।

ফিরে যাওয়ার সময় ব্রিটিশ হাইকমিশনার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

(ওএস/এসপি/জুন ০২, ২০১৯)