ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

কলকাতার ঈদগাহে যা বললেন মমতা বন্দোপাধ্যায়

২০১৯ জুন ০৬ ১২:৩১:০২
কলকাতার ঈদগাহে যা বললেন মমতা বন্দোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বরাবরই ইসলাম ও মুসলিমদের প্রতি শ্রদ্ধাশীল। তাইতো মুসলিমদের ধর্মীয় অধিকারের বিষয়েও রয়েছে তার নজর। প্রতিবছরই তিনি কলকাতার রেড রোডের ঈদগাহে গিয়ে মুসলিমদের শুভেচ্ছা জানান। এবার তিনি সেখানে মুসলিম উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন।

কলকাতার রেড রোড়ের ঈদগাহে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা। এবার ঈদগাহে বৃষ্টিতে ভিজে তিনি এক ব্যতিক্রমী বক্তব্য দিয়েছেন। বৃষ্টিতে ভিজে তিনি তার বক্তব্যে ওঠে এসেছে-

তিনি বলেন, ‘আপনাদের পরিবার, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সমাজ, আপনাদের সংস্কার, আপনাদের রাজ্য এবং আপনাদের দেশ; সারা বিশ্বে ইনশাল্লাহ আপনাদের জন্য ঈদ খুশির হয়ে উঠুক।’

তার বক্তব্যের সময় বৃষ্টি হচ্ছিল দেখে তিনি বলেন, ‘এই বৃষ্টি, শান্তির বৃষ্টি, এই বৃষ্টি বলছে যে, আকাশও আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা ভয় পাবেন না। আপনারা ভাল থাকুন, আপনারা এগিয়ে চলুন, আপনারা মানবতার জন্য কাজ করুন।’

মুসলিম উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঈদ আপনাদের জীবনে বয়ে আনবে নতুন সকাল। কেউ আপনাদের রুখতে পারবে না। কেউ যদি বাধা দেয়, তাহলে সে দুঃখে মরবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা একটা কথা অবশ্যই বুঝবেন, আপনারা বাংলার বিষয়ে যে সাহায্য করেছেন, যে আশীর্বাদ শুভেচ্ছা দিয়েছেন, তার জন্য বাংলার পরিবারের তরফ থেকে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই।’

মুসলিমদের কৃতজ্ঞা জানাতে গিয়ে বলেন, ‘একসঙ্গে থাকার জন্য, একতার জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, দেশের পরম্পরার জন্য, আমাদের রাজ্যের পরম্পরার জন্য… আপনারা সব সময় সাহায্য করেন।’

মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, ‘আপনারা সবাই যদি সঙ্গে থকেন, তাহলে দেখবেন আমরা কী ভাবে লড়ি। আমরা লড়ব। আপনাদের কোনো কিছুতে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’

মনে রাখবেন, ‘যে ভয় পায়, সে মরে। আর যে লড়ে, সেই সফল হয়।’

(ওএস/অ/জুন ০৬, ২০১৯)