ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে ১ জন আটক

২০১৯ জুন ১০ ১৯:৫৯:৪১
নড়াইলে মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে ১ জন আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া বাজারে মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে ১ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল লোহাগড়া বাজারের মাংস পট্টিতে অভিযান চালিয়ে মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে বাচ্চু শেখ(৩৫) কে আটক করে। বাচ্চু শেখ লোহাগড়া পৌর শহরের সিংগা এলাকার কুদ্দুস শেখের ছেলে। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অপর অভিযুক্ত ইউসুফ শেখ(৪০), সেলিম শেখ(৪৮), পান্নু শেখ(৩০) ও শহিদ শেখ(৪১) পালিয়ে যায়। আটক বাচ্চু শেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করায় মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে বাচ্চু শেখসহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমান আদালত বিচারকার্যের জন্য নড়াইলের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেছেন।

(ওএস/পিএস/১০ জুন, ২০১৯)