ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

ছোট মাঠ নিয়ে চিন্তিত মাশরাফি

২০১৯ জুন ১১ ২১:৩৭:২৯
ছোট মাঠ নিয়ে চিন্তিত মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে শেষ পযর্ন্ত জয়ী হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দু’দলকে। টাইগাররা বিশ্বকাপে পরের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি হবে সোমবার (১৭ জুন), টনটনে।

কিন্তু ভেন্যুটা টনটন কাউন্টি গ্রাউন্ড বলে বাড়তি দুঃশ্চিন্তা ভর করেছে মাশরাফির কপালে। মাঠটা যে ছোট। তার মধ্যে ক্যারিবিয়ানদের সবাই বড় শট খেলতে পছন্দ করে। এদিকে বৃষ্টির কারণে পয়েন্ট হারানোতে খুব একটা স্বস্তিতে নেই টাইগাররা। সেমিফাইনালে যেতে হলে পরবর্তী ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে।

মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়া ও উইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচের চ্যালেঞ্জ নিয়ে কথা বললেন মাশরাফি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যেক দলের জন্য মাঠে এসে খেলতে না পারা অত্যন্ত হতাশাজনক। টনটন খুব ছোট মাঠ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা এখানে সহজ হবে না। তবে আমাদের ভাল খেলা ও জয়ের কোন বিকল্প নেই।’

পয়েন্ট ভাগাভাগি করায় চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তালিকার সাতে ওঠে এসেছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে টাইগারদের চেয়ে এক ধাপ ওপরে আছে ওয়েস্ট উইন্ডিজ।

(ওএস/পিএস/১১ জুন, ২০১৯)