ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজধানীতে ‘ছিনতাইকারী’ চক্রের ১১ সদস্য আটক

২০১৯ জুন ১২ ১১:১৫:২৪
রাজধানীতে ‘ছিনতাইকারী’ চক্রের ১১ সদস্য আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে র‌্যাব, যারা ছিনতাইকারী চক্রের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালায়। এ সময় দু’টি ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। যাদের মধ্যে একজন মূল হোতাও আছে।

আটকরা হলেন- আরিফুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির, মোস্তাক মোল্লা, আব্দুল মুকিম, সোহাগ, বিল্লাল, রনি, নাছির এবং জাকির হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ১১টি চাকু, ৪০টি ব্লেড, ১১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে সদরঘাট, সাইনবোর্ড ও আশপাশ এলাকার পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়।

(ওএস/অ/জুন ১২, ২০১৯)