ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চার জেলায় ১ দিন গ্যাস সরবরাহ থাকবে না

২০১৯ জুন ১৩ ১৪:১১:১০
চার জেলায় ১ দিন গ্যাস সরবরাহ থাকবে না

বগুড়া প্রতিনিধি: দেশের পশ্চিমাঞ্চলের জেলা বগুড়া ও রাজশাহী এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার (১৩ জুন) মধ্যরাত থেকে শুক্রবার (১৪ জুন) মধ্যরাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কারিগরি কার্যক্রম পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী অনুপ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সায়দাবাদ এলাকার ভাল্ব স্টেশনে ৩০ ইঞ্চি ব্যাসের লাইনের টাই-ইনসহ অন্যান্য কারিগরি কার্যক্রম সম্পাদন কারা হবে। এ জন্য ১৩ জুন রাত ১২টা থেকে ১৪ জুন রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করছে পিজিসিএল কর্তৃপক্ষ।

(ওএস/পিএস/১৩ জুন, ২০১৯)