ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

বৈষম্য বাড়ানোর বাজেট: রেজা কিবরিয়া

২০১৯ জুন ১৪ ০৮:০৯:২৩
বৈষম্য বাড়ানোর বাজেট: রেজা কিবরিয়া

স্টাফ রিপোর্টার: জনগণের বাজেট নয়, এটা বৈষম্য বাড়ানোর বাজেট বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশের পর তিনি একথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এবছর রাজস্ব আদায়ে ঘাটতি ছিল। আগামী বছর আরও বড় ঘাটতি হবে। এ ঘাটতি তারা পূরণ করবে ব্যাংকিং খাত ও জনগণের কাছে সঞ্চয়পত্র বিক্রি করে। এতে ভবিষ্যতে একটা বড় বিপদ আসবে।

দেশের পুরো অর্থনীতি হুমকির সম্মুখিন উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে ধসের সম্ভাবনার কথা যে সবাই বলছে- এই জিনিসটা যে সরকার বুঝেছে, বাজেটে তার কোনো লক্ষণ নেই।

দলীয়ভাবে বাজেট বিশ্লেষণ করে শনিবার (১৫ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানান রেজা কিবরিয়া।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৯)