ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

অস্বাস্থ্যকর খাদ্য : অনফায়ার-কালোজিরাকে ৬ লক্ষ টাকা জরিমানা

২০১৯ জুলাই ১১ ১৮:০৬:২৯
অস্বাস্থ্যকর খাদ্য : অনফায়ার-কালোজিরাকে ৬ লক্ষ টাকা জরিমানা

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : রাজধানীর মোহম্মদপুরে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী ও বিক্রি করায় অভিযোগে ২ টি রেস্টুরেন্টকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক এএসপি মাহাম্মদ সাইফুল মালিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনিছুর রহমান নেতৃত্বে গত ১০ জুলাই বিকাল ৫টা পর্যন্ত র‌্যাব-২ মোহাম্মদপুর থানার রিংরোড়ে অনফায়ার রেস্টুরেন্ট ও কালোজিরা রেস্টুরেন্ট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময়, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি-পচা ও মেয়াউর্ত্তীণ খাবার মজুদ রাখায় ২ লক্ষ টাকা, এবং কালোজিরা রেস্টুরেন্টকে ৪ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

(পিআর/এসপি/জুলাই ১১, ২০১৯)