ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কেন্দুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

২০১৯ জুলাই ১১ ২৩:৫৪:৪১
কেন্দুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরষ্কার তুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সুমি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে কলেজ পর্যায়ে গন্ডা ডিগ্রী কলেজ, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইকুড়া মুহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর, গন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলোয়ার হোসেন ও ওয়াই হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আশরাফুল আলম।

এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক (দর্শন) তাসমিয়া খান, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও মনকান্দা এমইউ আলিম মাদ্রসার সহকারী শিক্ষক (ইংরেজী) মোঃ জুবায়ের আহম্মেদ এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে কেন্দুয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান লিমা, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আফনান ভূঞা নাবিল, মনকান্দা এমইউ আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার। এদিকে শরীর চর্চা শিক্ষক হিসেবে মনকান্দা এমইউ আলিম মাদ্রসার মাহবুবা সুলতানা লাকি শ্রেষ্ঠ হয়েছেন।

(এসবি/এসপি/জুলাই ১১, ২০১৯)