ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চাটমোহরে ৫ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু

২০১৯ জুলাই ১৫ ১৭:০৫:১৮
চাটমোহরে ৫ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” প্রতিপাদ্য নিয়ে চাটমোহর সোমবার সকালে বালুচর খেলার মাঠে ৫দিন ব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৯ শুরু হয়েছে।

চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় আয়োজিত বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: মকবুল হোসেন।

মেলার উদ্বোধন উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন- আলহাজ্ব মো: মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান মো: ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফিরোজা পারভীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হাসান রশীদ হোসাইনী, থানা ওসি সেখ নাসীর উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতি’র বেলাল হোসেন স্বপন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান মোন্নাফ প্রমূখ।

প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনে সকলকে বেশি বেশি বৃক্ষ রোপন করার পরামশর্ দেন।
মেলায় ফলজ, বনজ, ঔষধি গাছের চারার ৩০টি স্টল বসেছে। মেলা চলাকালে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার মেলায় পুরস্কার বিতরণের মাধ্যমে মেলা শেষ হবে।

(এস/এসপি/জুলাই ১৫, ২০১৯)