ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘দলিতদের উন্নয়নে পিছিয়ে নেই সরকার’

২০১৯ জুলাই ১৫ ১৮:২৫:৫০
‘দলিতদের উন্নয়নে পিছিয়ে নেই সরকার’

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভুমি(এসিল্যান্ড) সোহাগ চন্দ্র সাহা বলেছেন, বর্তমান বাংলাদেশ সরকার উন্নয়ন করছে সমগ্রহ দেশ আজ উন্নয়নের ছোয়ায় রোল মডেল হিসেবে রুপান্তরিত হয়েছে। অসহায় দরিদ্রদের ঘর নির্মাণ ভুমিহীনদের পূর্ণবাসনসহ ব্যাপক উন্নয়ন করছে।

এ ক্ষেত্রে পিছিয়ে নেই দলিত ও আদিবাসীদের জীবন মান উন্নয়নে। আমাদের রাণীশংকৈল বলিদ্বারা গ্রামের বাশঁমালী সম্প্রদায় লোকজনদের ঘর নির্মাণ সহ স্বাস্থ্য সম্মত টয়লেট ও সুপেয় পানির জন্য টিউবওয়েল বিনামুল্যে স্থাপন করে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা খুব শিগগির শিয়ালডাঙ্গী নামক এলাকায় ১২জন দলিতকে পুর্ণবাসনের ব্যবস্থা করছি। এছাড়াও দলিত ও আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সহযোগিতাসহ স্কলারশীপ দেওয়া হচ্ছে।

তাই আমি বলি দলিতদের উন্নয়নে পিছিয়ে নেই সরকার। এসিল্যান্ড এসব উন্নয়নকে মাইলফলক বলে উপস্থিত সকলকে এ উন্নয়নের বার্তা গুলি জনসাধারনের মাঝে বলতে আহবান জানান।

সোমবার উপজেলা পরিষদ চত্বরে রাণীশংকৈল এ্যাডভোকেসি প্লাটর্ফম কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা।

অন্যানাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেবা অফিসার রফিকুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার প্রাথমিক শিক্ষা অফিসার মোকসেদুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা ইএসডিও এপিসি শামিম হোসেন এন এন এম সি রংপুর সুলতানা আরফিন প্রেমদীপ প্রকল্পের ব্যবস্থাপক খায়রুল আলম প্রমুখ।

এছাড়াও কিছু সংখ্যাক দলিত ও আধিবাসী সম্প্রদায়ের লোকজন সভায় বক্তব্য রাখেন।

(এস/এসপি/জুলাই ১৫, ২০১৯)