ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কেন্দুয়ায় অতিবর্ষণে ৮ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়া বন্ধ

২০১৯ জুলাই ১৬ ০০:২৬:২৬
কেন্দুয়ায় অতিবর্ষণে ৮ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়া বন্ধ

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : গত কয়েকদিনের টানা বর্ষনে কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। অতি বর্ষণের ফলে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়া একেবারেই বন্ধ রয়েছে। ফলে তাদের লেখাপড়া চরম ভাবে ব্যহত হচ্ছে।

কেন্দুয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী জানান, তার ক্লাস্টারের অধিনে বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী আসা যাওয়ার ক্ষেত্রে কিছু বিঘ্ন সৃষ্টি হলেও মোজাফরপুর ইউনিয়নের মহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তায় পানি থাকার কারনে একেবারেই বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারছেন না।

সহকারী শিক্ষা কর্মকর্তা শওকত আলী ফকির জানান, তার ক্লাস্টারের আওতায় একই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে তিনি বলেন, উত্তর বলাইশিমুল, খামারগাও, সরাপাড়া, শিবপুর বাউশারী, হাসুয়ারী ও গন্ডা ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একেবারেই বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারছে না।

বিদ্যালয়ের মেঝের ভেতর পানি না ঢুকলেও মাঠে এবং বিদ্যালয়ে আসা যাওয়ার রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারছে না। এজন্য এসব বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

(এসবি/এসপি/জুলাই ১৬, ২০১৯)