ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
আলাউদ্দিন হোসেন’র ছড়া
২০১৯ জুলাই ২২ ১৬:৪৪:৪১
খোকার রাগ
ছোট্ট খোকা তাসিন সোনা
তিরিংবিরিং করে
রেগে গেলে কান্না করে
কথা বলে জোরে।
রাগের মাথায় যাকেতাকে
বকাবকি করে
শরীর বেয়ে চোখের পানি
গড়গড়িয়ে পড়ে।
ফুলদানিতে আঘাত করে
ছেড়ে খাতা বই
একটা কিছু হলেই তাসিন
লাগায় হৈচৈ।