ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ফয়সাল হাবিব সানি’র কবিতা

২০১৯ জুলাই ২৪ ১৫:৫৬:৩৪
ফয়সাল হাবিব সানি’র কবিতা







এখানে কোথাও ভালোবাসা নেই


এই পৃথিবীর বুক আজ শ্বাপদসংকুল দীর্ঘশ্বাসের মতো! এখানে কোনো ভালোবাসা নেই
এই শহরের নিথর দেহ বাঁধা আজ ইট-পাথর-মার্বেলের চাকচিক্যে, এখানে কোনো ভালোবাসা নেই
এই নামি-দামি অট্টালিকার কোনায় কোনায় আজ রক্তলোলুপদের পদচিহ্ন, এখানে কোনো ভালোবাসা নেই
এই সবুজ ঘাসের গায়ে আজ মানুষ ছদ্মবেশী জারজদের দুর্গন্ধ ছড়িয়ে আছে, এখানে কোনো ভালোবাসা নেই
এই শরীরজুড়ে প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গে আজ যৌনতার মহামারী পাপের বোঝা, এখানে কোনো ভালোবাসা নেই
এই সমাজের শিরদাঁড়া আজ ধর্ষন, খুন ও ক্ষমতার জোরে কুব্জ, এখানে কোনো ভালোবাসা নেই
এই হৃদয় আজ কাঠফাটা পথের মতো ভেঙে চৌচির, এখানে কোনো ভালোবাসা নেই
এখানের কোথাও কোনো ভালোবাসা নেই, ভালোবাসা নেই; আদৌ আর কোনো ভালোবাসা থাকে না
আসলে যে যাকে খুব করে ভালোবাসে, বেলাশেষে এটাই সত্যি- সে তারই থাকে না!