ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

অঞ্জলি ভৌমিক’র কবিতা 

২০১৯ জুলাই ২৪ ১৮:২০:৩২
অঞ্জলি ভৌমিক’র কবিতা 







তুমি আমি হয়ে যাই পর

যদি কোনো ক্ষণে হেঁটে এক মনে
পার হয়ে যাই ভরা নদী,
ফিরবোনা আর ডাকো যতবার
যত ডাকো তুমি নিরবধি।

ভুলে যাবো স্মৃতি কত কথা প্রীতি
পথ মুছে যাবে পিছনের,
ভুলে যাবে তুমি সেই বেলাভূমি
ঋণ শোধ হবে দুজনের।

ওপারের ডাক নিথর অবাক
তবু পথে নামি এক ডাকে,
ধায় পিছু ধায় কত রব হায়
শুনেও শুনিনা কেনো তাকে?

নিয়তির লেখা যায় নাতো দেখা
বোনা যেনো বাতাসের ঘর,
সেই ঘরে ঘর বেঁধে অতঃপর
তুমি আমি হয়ে যাই পর।