ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » লাইফস্টাইল » বিস্তারিত

বর্ষায় খুশকির সমস্যা দূর করার উপায়

২০১৯ জুলাই ২৮ ১৭:২৩:৫৪
বর্ষায় খুশকির সমস্যা দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক : ভেজা আবহাওয়াতে মাথার ত্বক রুক্ষ হয়ে চুলকানির সমস্যা দেখা দেয়।রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে বর্ষাকালে খুশকি হওয়ার কারণ ও দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

প্রসাধনী সম্পর্কে সতর্কতা

ভেজা মৌসুমে শুষ্ক মাথার ত্বক ও শুষ্ক খুশকির সমস্যা দেখা যায়। আগে কেবল শীতকালে এই সমস্যা দিত। এখন নানান প্রসাধনী ও চুলে রং ব্যবহার করার কারণে মাথার ত্বক শুষ্ক হয় এবং খুশকির সমস্যা দেখা দেয়।

ফাঙ্গাল সংক্রমণ, চুলে অতিরিক্ত প্রসাধনী বা মাথার ত্বকে তেল নিঃসরণের কারণে খুশকি দেখা দিতে পারে।

করণীয়

এই মৌসুমে একদিন পর পর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। কিটোকোনাজল বা জিংক পারক্সাইড সমৃদ্ধ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

ভারতীয় ত্বক বিশেষজ্ঞ ডা. গীতা ফ্যাজাইল্ভা পরামর্শ দেন, “মাথার ত্বক আর্দ্র রাখতে এক টেবিল-চামচ নারিকেল তেল ব্যবহারের পর অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এছাড়া নিয়মিত অন্যান্য শ্যাম্পুর অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকা গেলে খুশকির সমস্যা কম দেখা দেয়।”

(ওএস/এসপি/জুলাই ২৮, ২০১৯)