ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ফিরোজ খান’র কবিতা

২০১৯ আগস্ট ০৩ ১৫:৩৯:৩৯
ফিরোজ খান’র কবিতা







অতিথি সাজে

কেনো যেনো মনে হয় আজ আমি অতিথি
শুধুমাত্র সকলের কাছে হয়েছি হাসির পাত্রি
কারণ অকারণে সবাই আমাকে করে তীরস্কার
বুঝিনা কতটা আছে আমার জীবনে ভুল ক্রটি।
-
তাহলে কি সবার কাছে হলাম আমি অতিথি?
কে দিবে উত্তর আমার এসকল প্রশ্নের?
আছে কি কেউ আপন যার নাই কোনো স্বার্থ
বন্ধু যদি হয়ে থাক সঠিক কিছু বলো আমাকে?
-
এই দুনিয়ার বুকে চলতে ফিরতে দরকার টাকার
তাহলেই সবকিছু হয়ে যাবে অনেক পরিস্কার
বাঁচতে চাইলে সহজেও যায়না যে বাঁচা সহজে
ঘিরে ধরে শুধু বিপদ পাইনা যে কোনো পথ।
-
সবার কাছে অনুরোধ দেখাও আমাকে সঠিক পথ
টাকা দিয়ে নয় করো শুধু কাজ দিয়ে উপকার
তবে খুঁজে পাবো জীবনের সকল হিসেব নিকাশ
যদি হয়ে যাই অতিথি হবো তাহলে ওপারে গিয়ে।
-
জীবনের জন্য আমি ন‌ই!জীবন যে অন‍্যের জন্য
আমি শুধু অন‍্যজনের জীবনে হয়ে থাকব ইতিহাস
সবাই সবার জন্য এই পৃথিবীতে হবে আপনজন
একে অপরের প্রতি করো শুধু সহনশীল ও প্রীতি।
-
আজ আছে টাকা-পয়সা কাল নাও থাকতে পারে
এভাবেই জীবন রয়েছে বাধা সকলের জন্য
তবুও করি আমরা মারামারি হানাহানি সবসময়
সহজে আমরা মহান আল্লাহকে মানতে না পারি
-
ধৈর্যের ফলাফল চিরকাল ধৈর্য্য ধরে পাওয়া যায়
এ কথাই মানতে হবে লেখা আছে বইয়ের পাতায়
ধন‍্য জীবন হয়ে থাকে ভালো কাজের তরে জীবনে
তবুও থেকে গেলাম সকলের কাছে শুধু অতিথি