ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

মুন্সি মহম্মদ ওয়াশিম’র দুটি কবিতা

২০১৯ আগস্ট ০৪ ১৮:১০:৪৮
মুন্সি মহম্মদ ওয়াশিম’র দুটি কবিতা







আমি ঋণী


হঠাৎ নেমে আসা অন্ধকার চোখে ।
কিছু চমকে ওঠা মানুষের ভিড় ।
থমকে দাঁড়ানো আলো বাতাসে ।
শ্বাস-প্রশ্বাসের আড়ালের জগত ।

চারিদিকে ঘিরে দাঁড়িয়ে লোকজন ।
শুষ্ক গলায় হালকা কান্নার আওয়াজে ।
ভিজে গালের উপর বিন্দুমাত্র অশ্রু ।
ভেঙে যাওয়া একটা ভালবাসার মনে ।

কিছু আপন জনের হারানোর ভয় ।
অন্ধকারে হারিয়ে যাওয়া কিছু স্বপ্নে ।
চোখের পাতায় নতুন ভোরের আলোয় ।
তোমার কাছে আজ আমি চির ঋণী ।


মৃত্যুঞ্জয়

আমি মৃত্যুঞ্জয় ,
মৃত্যুকে দেখেছি কাছ থেকে ।
দেখেছি তার মায়াহীন ভয়াবহ রূপ ।
দেখেছি তার নিষ্ঠুর হয়ে দেওয়া বজ্রাঘাত ।
দেখেছি যন্ত্রনা কাতর মনকে কষ্ট দিতে ।
দেখেছি বন্ধ চোখে নেমে আসা অন্ধকার ।
দেখেছি অহংকারে পরিপূর্ণ তার মন ।
দেখেছি আপন জনের অশ্রু ঝরা চোখ ।
দেখেছি হারাতে ভালবাসার মানুষ ।

আমি মৃত্যুঞ্জয় ,
দেখেছি মৃত্যুকে কাছ থেকে ।
এসেছি ফিরে মৃত্যুর দু'হাত বেঁধে ।
এসেছি ফিরে সূর্য ওঠা ভোরের সাথে ।
এসেছি ফিরে তোমাদের মাঝে নতুন করে ।

আমি মৃত্যুঞ্জয় ,
এসেছি মৃত্যুকে জয় করে ।