ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর বাড়ছে

২০১৯ আগস্ট ০৫ ১৫:৩৭:১৩
ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর বাড়ছে

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফান্ড ম্যানেজার বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ১০ বছর মেয়াদ বাড়ানোর ফলে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ হবে ২০২৯ সালের ১৮ আগস্ট পর্যন্ত।

মেয়াদ বাড়ানোর আগে ফান্ডটির ট্রাস্টি বোর্ড ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়। ফান্ডটির লভ্যাংশ বিতরণে ইউনিট হোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২৯ পয়সা। আর ৩০ জুন ফান্ডটির বাজার দাম অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সা।

(ওএস/এসপি/আগস্ট ০৫, ২০১৯)