ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » পাশে দাঁড়াই » বিস্তারিত

ক্যান্সারে আক্রান্ত আনহাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

২০১৯ আগস্ট ২০ ২০:০১:৩৭
ক্যান্সারে আক্রান্ত আনহাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

নিউজ ডেস্ক: যে বয়সে অন্য শিশুদের মতো তারও হেসে-খেলে দিন পার করার কথা, সে সময় তাকে পার করতে হচ্ছে হাসপাতালের বিছানায়, লড়তে হচ্ছে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে। ফাতেমা জান্নাত আনহা নামে সাড়ে চার বছরের ফুটফুটে এই শিশুকে ক্যান্সারের হাত থেকে রক্ষায় ভর্তি করা হয়েছে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে।

আনহার পরিবার সামর্থ্যের সবটুকু নিয়ে তার চিকিৎসা শুরু করলেও চিকিৎসকরা ব্যয়ের যে অংক বলছেন, তাতে মা-বাবা যেন অথৈ সমুদ্রে পড়েছেন। আনহাকে ক্যান্সারজয়ী করতে পুরো চিকিৎসার জন্য লাগবে ৫০-৬০ লাখ টাকা, এরমধ্যে শুরুতেই লাগবে ১০-১২ লাখ টাকা। সেজন্য এই শিশুর পরিবার সহায়তার জন্য হাত বাড়িয়েছে দেশ-বিদেশের বিত্তবানদের দ্বারে। যার যার সামর্থ্য অনুসারে সহায়তা করার জন্য মিনতি করে আনহার পরিবার বলছে, অন্তত ১০০ টাকাও এই মুহূর্তে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ল্যাবএইড হাসপাতালের চতুর্থ ফ্লোরের ৪৪০বি নম্বর বিছানায় অসহায় মুখে তাকিয়ে থাকা আনহাকে বাঁচাতে অর্থ সাহায্য পাঠানো যাবে বিকাশ নম্বর (ব্যক্তিগত) ০১৬৪৮৩৩০২৫৭ ও রকেট নম্বর (ব্যক্তিগত) ০১৬৪৮৩৩০২৫৭০-এ।

এছাড়াও যোগাযোগ করা যাবে আনহার বাবা নিয়ামত উল্লাহর মোবাইল নম্বর ০১৬৪৮৩৩০২৫৭-এ।

(ওএস/এএস/আগস্ট ২০, ২০১৯)