ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

বধুর স্নান

২০১৯ আগস্ট ২৬ ১৭:১৯:৫৫
বধুর স্নান

- বিশ্বজিৎ বসু


খাঁ খাঁ রোদ দুপুরে
বোসেদের পুকুরে
রাঙা বউ স্নানে যায় ।

গুন গুন শব্দে
নূপুরের ছন্দে
মনে ঢেউ খেলে যায় ।।

চুপে চুপে পুব ঘাটে
ঢেউ তোলে জল কাটে
পা দুটি বাড়িয়ে।

টুং টাং চুড়ি বাজে
ভাবনায় মরে লাজে
মন যায় হারিয়ে।।

শির শির অনুভবে
কত কথা মনে ভাবে
অনুরাগ অনুরণ।

ছোট ছোট ভাবনায়
স্মৃতি সুধা জেগে যায়
ভাললাগা অনুক্ষণ।

ডুবে ডুবে সাঁতরায়
খোলা চুলে ঢেউ বয়
জল অবগাহনে।

চুক চুক ভেসে উঠে
বিজয়ের রেখা ফুটে
হাসি মাখা বদনে।।

টুপ টুপ ডুব দেয়
লাজ ঢাকে ইশারায়
আঁচলের শাড়ীতে।

ছুপ ছাপ নীল শাড়ী
ছুটে বধু তাড়াতাড়ি
আপনার বাড়ীতে।।