ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

সাকিব জামাল’র ‘রক্তকলম’

২০১৯ সেপ্টেম্বর ০৯ ১৬:০০:২১
সাকিব জামাল’র ‘রক্তকলম’







কালো রঙের কালিতে- ফোটে না স্বাধীনতার ফুল!
এই কলমে কাশ্মীর নিয়ে কবিতা লেখা বেমানান,
কাশ্মীর নিয়ে তাই কি কবিতা লিখবো? কলম বলে-
ওখানকার জনগন- প্রতিদিন রক্ত দিয়ে লিখে যাচ্ছে কতো শত কবিতা,
সে কবিতামালা বোঝার ক্ষমতা আমাদের হোক!
যুগ যুগান্তর ধরে সেখানে জন্ম নিচ্ছে কবিতা- সন্তানহারা মায়ের,
যুগ যুগান্তর ধরে সেখানে জন্ম নিচ্ছে কবিতা- স্বামীহারা বিধবার।
যুগ যুগান্তর ধরে সেখানে জন্ম নিচ্ছে কবিতা- মাহারা সন্তানের,
যুগ যুগান্তর ধরে সেখানে জন্ম নিচ্ছে কবিতা- সন্তানহারা বাবার।
এমন অসংখ্য কবিতা সেথায় রক্তকলমে লেখা-
'হরি সিং শাসনামল' থেকে আজ পর্যন্ত এমন চিত্রই আমাদের দেখা।
স্বাধীনতার পক্ষের রক্তকলমে সৃষ্টি হয়- উত্তম কবিতা।
স্বাধীনতা বিরোধী পক্ষের রক্তকলমে সৃষ্টি হয়- নিকৃষ্ট কবিতা।
প্রার্থনা, কাশ্মীরে রক্তকলমে- উত্তম কবিতার জন্ম হোক।
আর সেসব কবিতা সহজে বোঝার ক্ষমতা আমাদের সকলেরই হোক!