ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

নওমি খানের ‘দূর্গা মা’ আসছে 

২০১৯ সেপ্টেম্বর ১০ ১৭:০৩:৩৫
নওমি খানের ‘দূর্গা মা’ আসছে 

বিনোদন প্রতিবেদক : সামনে দুর্গাপূজা। আর দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে দুর্গাপূজার গান 'দূর্গা মা'। এই গানে মডেল হিসাবে অভিনয় করছেন অভিনেত্রী ও মডেল নওমি খান। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এর মধ্যে গানের শুটিং সম্পন্ন হয়েছে।

গানটির শিল্পী রাজিব কুমার দে ,গীতিকার শাহাদাত হোসেন শাওন , সুর ও

ৎসঙ্গীত পরিচালনা করেছেন মমো রহমান। হারুনোর রশিদের পরিচালনা গানটি কোরিওগ্রাফার করেন গৌরব। গানটির ব্যাপারে কথা হয় অভিনেত্রী ও মডেল নওমি খানের সাথে তিনি বলেন, আমি এই গানটি করে খুব আনন্দিত। আর এই গানের সাথে যারা যুক্ত তারা খুব বন্ধুসুলভ।

তাই আমি এই কাজটি সহজেই করতে পেরেছি আর আমি এই গানের সাথে যারা যুক্ত সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাকে এমন একটি গানে সুযোগ করে দেয়ার জন্য। গানটি আগামী ২৫ই সেপ্টেম্বর এ মিউজিক লাইট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায় ।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৯)