ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

টসে হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

২০১৯ সেপ্টেম্বর ১৪ ১৮:৪৮:৩৭
টসে হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভালো খেলেও জয় পায়নি জিম্বাবুয়ে। জয়ের আশা জাগিয়েও আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরেছে তারা। আজ (শনিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে হ্যামিল্টন মাসাকাদজার দল।

শুক্রবার বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে সিদ্ধান্ত নিয়েছিলেন আগে বোলিং করার। তার দেখানো পথ অনুসরণ করে আজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা। জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাট করতে নামবে আফগানরা।

এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। কিন্তু জিততে পারেনি একটিতেও। আজ তাদের লক্ষ্য থাকবে আফগানদের বিপক্ষে প্রথম জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার। অন্যদিকে ২০ ওভারের ফরম্যাটে টানা ১০ ম্যাচ অপরাজিত আফগানিস্তান। নিজেদের জয়ের ধারা ধরে রাখার দিকেই নজর থাকবে তাদের।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে দুইটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। টিমসেম মারুমা এবং টনি মুনোয়োঙ্গার পরিবর্তে দলে এসেছেন রেগিস চাকাভা এবং আইন্সলে দলোভু। এ ম্যাচের মধ্য দিয়েই টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে দলোভুর। অভিষিক্ত খেলোয়াড় আছে আফগান দলেও। উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজকে প্রথমবারের মতো দলে নিল তারা।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, গুলবদিন নাইব, নাজিব তারকাই, রহমানউল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত এবং ফরিদ মালিক।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রেগিস চাকাভা, রায়ান বার্ল, টিনোটেন্ডা মুতোম্বোজি, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, আইন্সলে দলোভু এবং টেন্ডাই চাতারা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)