প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর
২০১৯ সেপ্টেম্বর ১৮ ১৭:৫২:৫৭রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দুর্বত্তরা রাতের আঁধারে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে। মঙ্গলবার গভীর রাতে পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুরাতন সাতক্ষীরার সুভাষ চন্দ্র ঘোষ জানান, পরিবারের কল্যাণে মানৎ পরিশোধ করার জন্য এবার তিরি তার বাড়ির পুকুরের পাশে অস্থায়ীভাবে মন্দির নির্মাণ করে তাতে দুর্গা প্রতিমা নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মণ্ডপের চারিধারের বেড়ায় দড়ি বেঁধে বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দেখেন মণ্ডপের পশ্চিম পাশের বেড়া ভেঙে মন্দিরের ভিতরে ঢুকে কে বারা কাহারা দুর্গা প্রতিমার মাথাটি ছাড়িয়ে নিয়ে গেছে।
জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন ঘটনাস্থল পরিদর্শণ শেষে বলেন, এটা হিন্দুদের ধর্মীয় অনুভুতিতে আঘাত। যারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা এ ধরণের কাজ করেছে।
এ ছাড়া ইতিপূর্বে আশাশুনির কল্যাণপুর, কচুয়া, দেবহাটার পুটিমারি, সদরের বাবুলিয়া, শহরেরর ঝুটিতলা, শ্যামনগরের কৈখালিসহ বিভিন্ন মণ্ডপে যেসব প্রতিমা ভাঙচুর হয়েছে সেসব ঘটনার সঙ্গে জড়িতদের কারো বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। ফলে মঙ্গলবার রাতে আবারো পুরাতন সাতক্ষীরায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলো।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শোনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৯)