ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

যুবলীগের চেয়ারম্যানের মন্তব্য তার নিজস্ব, আমার কিছু বলার নেই

২০১৯ সেপ্টেম্বর ১৯ ১৭:১৯:৫২
যুবলীগের চেয়ারম্যানের মন্তব্য তার নিজস্ব, আমার কিছু বলার নেই

স্টাফ রিপোর্টার : ক্যাসিনোতে পুলিশের অভিযান চালানোর বিষয়ে যুবলীগের চেয়ারম্যানের মন্তব্য তার নিজস্ব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমার এখানে কিছু বলার নেই।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বুধবার রাজধানীতে যুবলীগের মালিকানাধীনসহ বিভিন্ন ক্যাসিনোতে অভিযান চালিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আপনি বলছেন, ৬০টি ক্যাসিনো আছে; আইনশৃঙ্খলা বাহিনী আপনারা ৬০ জনে কি এতদিন আঙুল চুষছিলেন? তাহলে যে ৬০ জায়গায় এই ক্যাসিনো, সেই ৬০ জায়গার থানাকে অ্যারেস্ট করা হোক। সেই ৬০ থানার যে র‌্যাব ছিল, তাদের অ্যারেস্ট করা হোক।’

এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ওনার নিজস্ব মন্তব্য।’ এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আমিও দেখেছি। আমাদের নজরে যেগুলো আসছে আমরা ব্যবস্থা নিয়েছি। আরও যারা চিন্তা-ভাবনা করেছে আমরা অ্যাকশনে যাওয়ার পর বন্ধ করেছে, এটা আমরা জানতাম। ইদানীংকালে আমরা শুনছিলাম এটা (ক্যাসিনো) না কি বেশ কয়েকটি ঢাকা শহরে হয়েছে, সেই তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এটা (অভিযান) হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশাসন জানত না, না জানত-আমি সেখানে যাচ্ছি না। আমি বলতেছি প্রশাসন যখনই জানছে তখনই অভিযান শুরু করেছে। আমাদের মাননীয় চেয়ারম্যান যুবলীগের, উনি হয়তো তার নিজস্ব মন্তব্য করেছেন, আমার এখানে কিছু বলার নেই।’

ক্যাসিনোর ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে যদি কোনো প্রশাসনের লোক জড়িত থাকে কিংবা তারা এগুলোকে সহযোগিতা করেছেন, তাদের নিয়ন্ত্রণে এগুলো হয়েছে, আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৯)