ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জামালপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

২০১৯ সেপ্টেম্বর ১৯ ১৮:৪০:১৮
জামালপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

জামালপুর প্রতিনিধি : প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডের বেতন প্রদানের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় জামালপুর উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী চলে এই মানববন্ধন।

বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি কৈডোলা শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, তপন কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ. মান্নান চৌধুরী, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শাখার আহ্বায়ক ফারজানা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হাসান, কোষাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, কোজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদা আক্তার রাখি প্রমুখ।

অপরদিকে, একই দাবিতে উপজেলা গেটে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আ. মজিদ বিএসসি, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ, মেলান্দহ শিক্ষক সমিতির আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আহসান মনির, বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ, সাধুপুর প্রাইমারি স্কুলের শিক্ষক মিনহাজ উদ্দিন, কাজাইকাটা স্কুলের শিক্ষক খলিলুর রহমান, পয়লা স্কুলের প্রধান শিক্ষক জাকিয়া ইয়াসমিন, টুপকারচর স্কুলের প্রধান শিক্ষক ফজলুল করিম লিচু প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৯)