ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক কার্যক্রমের উদ্ধোধন

২০১৯ সেপ্টেম্বর ১৯ ১৮:৪৩:১৯
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক কার্যক্রমের উদ্ধোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” বিষয়ক সন্মুখ সমরে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

অন্যতম মুক্তিযোদ্ধা সংগঠক, ১৫ আগষ্ট জাতির পিতার সাথে ঘাতকের বুলেটে নিহত সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সেরাল গ্রামের বাড়ির রব সেরনিয়াবাত পাঠাগার প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের সাথে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক এই কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সরকারী নির্দেশে দেশের প্রতিটি উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ও উত্তর শিহিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার উদ্বোধনী কার্যক্রমে অংশ গ্রহন করে।

এসময় মুক্তিযোদ্ধা আবুল গনি সেরনিয়াবাত, হালিম সেরনিয়াবাত, রাজ্জাক সেরনিয়াবাত, গনি হাওলাদার, আ. রাজ্জাক সেরনিয়াবাত এর সাক্ষাৎকার গ্রহনের সময় সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের সাকাক্ষাৎকার গ্রহণ শেষে শিক্ষার্থীরা একাধিক মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে তাদের পারিবারিক জীবন সম্পর্কে অবহিত হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৯)