ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

ক্যাসিনোর আসল চাল

২০১৯ সেপ্টেম্বর ২২ ১৪:৪৬:৩৯
ক্যাসিনোর আসল চাল







সাকিব জামাল

ক্যাশ আনো, উড়িয়ে দাও, ফতুর হও! চলে খেলা-
হেলাফেলায় ছলের নেশায় ডুবে মরো সারাবেলা।
আগুনের পাশে পোকার মতো ঘোরে থাকো রাতদিন,
জানটা যাবে, মানটা যাবে, টের পাবে না কোনদিন!
নেশা শেষে পেশা হবে, ভুলে যাবে বাকি সব,
টাকার খোঁজে চরিত্র যাবে, কণ্ঠে আসবে বাজে রব।
দিন দিন সবে দূরে যাবে, বলবে মুখে ছি ছি ছি,
ক্যাসিনোর মেশিন বলো- টাকা ছাড়া চেনে কি?
টাকা শেষ, তুমি শেষ, মাঝ দিয়ে নষ্ট জীবনকাল।
ক্যাসিনো, জুয়া খেলায়- এটিই হলো আসল চাল!!!