ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
সমরেন্দ্র বিশ্বশর্মা’র কবিতা
২০১৯ সেপ্টেম্বর ২৫ ১৮:৩৮:৩২
তুমি জন্মেছিলে বলেই
আজ তোমার জন্মদিন, আনন্দে বাজে বীণ
তুমি জন্মেছিলে গরবিনী কেন্দুয়ার কুনিহাটি গ্রামে
পচাত্তরে করেছিলে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ
একাত্তরে অস্ত্রহাতে তুলে দেখিয়েছো স্বাধীনতার স্বাদ।
মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে
তুমি দেখিয়েছো সফলতার অনেক দিক,
সবার প্রিয় মুখ তুমি মোঃ সাইদুর রহমান মানিক।
লেখক : কবি ও সমকাল সাংবাদিক, সভাপতি, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব, কেন্দুয়া, নেত্রকোনা।